নতুন ও পুরাতন ভোটার আইডি কার্ড চেক করুন সহজেই [২০২৪] (NID card check)
ভোটার আইডি কার্ড (NID Card) করার পর অনেক সময় তা অনলাইনের মাধ্যমে চেক করার দরকার হয়। এক্ষেত্রে অনেকেই জানেনা কিভাবে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করা যায়। আজ আমরা NID Card check করার সহজ ও নতুন নিয়ম আপনাদের সামনে উপস্থাপন করব।
আগে আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে আইডি কার্ড চেক করতে পারতাম। কিন্তু বর্তমানে তাদের ওয়েবসাইট থেকে আর সেটি চেক করা যাচ্ছেনা। তাই আমরা ভূমি মন্ত্রণায়লের ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আইডি কার্ড চেক করবেন সেটি দেখাবো।
ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
ভোটার তথ্য অনুসন্ধান করার জন্য সর্বপ্রথম আপনাকে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নাগরিক নিবন্ধন সেকশন https://ldtax.gov.bd/citizen/register এড্রেসে যেতে হবে। এই পাতায় আপনি একটি ফরম দেখতে পারবেন। এখানে আপনাকে নিচের নিয়মে ফরমটি পূরণ করতে হবে। আর পূরণ করার সময় সকল ঘরের টেক্সট ফরমেট বাংলা হতে হবে। অর্থাৎ 0175******* দেওয়া যাবেনা। আপনাকে বাংলায় ০১৭৫******* এভাবে
দিতে হবে।
- মোবাইল নম্বরঃ এখানে আপনার যেকোন একটি ফোন নম্বর দিতে হবে।
- এনআইডি নম্বরঃ এই ঘরে আপনার ভোটার আইডি কার্ডের নম্বর দিতে হবে।
- জন্ম তারিখঃ এই ঘরে আপনার জন্ম তারিখ (দিন, মাস, বছর) সিলেক্ট করুন।
সকল ঘর ঠিকঠাকভাবে পূরণ করা হলে “পরবর্তী পদক্ষেপ” বাটনে ক্লিক করুন। আপনার সামনে ছবিসহ আপনার আইডি কার্ডের তথ্য চলে আসবে। আপনি এখান থেকে ভোটার আইডি কার্ডের তথ্যগুলো যাচাই করে নিতে পারেন।
![]() |
NID card check |
বিঃদ্রঃ যাদের ল্যাপটপ নেই তারা এই পদ্ধতিতে মোবাইলে চেক করতে
আরো পড়ুনঃ অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
সাধারণ জিজ্ঞাসা
নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে?
নতুন আইডি কার্ড কিভাবে দেখব?
ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে?
www.nid bd.com কি আইডি কার্ড চেক করার ওয়েবসাইট?
যেকোনো সমস্যায় নির্বাচন কমিশনের হেল্পলাইন
আইডি কার্ড ডাউনলোড, তথ্য ভুল থাকা, অনলাইনে রেজিষ্ট্রেশন করার সময় সমস্যা হলে নির্বাচন কমিশনের হেল্পলাইনে যোগাযোগ করুন। আশা করি, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।
ই-মেইলঃ info@nidw.gov.bd
হেল্পলাইনঃ 105 এবং +8801708-501261
যোগাযোগের সময়ঃ রবি-বৃহস্পতি, সকাল ৯:০০টা – বিকাল ৫:০০টা পর্যন্ত।
এরকম আরো ট্রিক্স পেতে প্রতিদিন ভিজিট করুন 𝐁𝐚𝐛𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡𝟑𝟔𝟏♡।
শেষ কথা
আশা করি, ভোটার আইডি কার্ড চেক করার নিয়মটি ভালো লেগেছে। এখানে দেওয়া আইডি কার্ডটি ।
আর যারা গুগলে সার্চ করছেন, আইডি কার্ড চেক করুন অনলাইনে- nid card online check national id card check bangladesh bd তারা নিশ্চয়ই এই আর্টিকেল পড়ে বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরেছেন।