টিভি চ্যানেলের ভিডিও ফুটেজ নিজের চ্যানেলে পাবলিশ করলে আপনি Copyright Claim পাবেন।
অর্থাৎ, উক্ত ভিডিও থেকে আপনি উপার্জন করতে পারবেন না।
এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো টিভি চ্যানেলের লোগো ঝাপসা (Blur) করে দেওয়া। কারণ, ঐ টিভি চ্যানেলগুলোর অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে আপনার ভিডিওকে ক্লেম করা হয়। আপনি লোগো Blur করে দিলে নেটওয়ার্কের পক্ষে আপনার ভিডিওটি পৃথকভাবে চিহ্নিত করা সম্ভব হয় না।
এই ঝাপসা (Blur) করার কাজটি আপনি খোদ ইউটিউব স্টুডিওতে (Youtube Studio) করতে পারেন।.
- Youtube Studio এর হোমপেজে Videos এর অপশানটি সিলেক্ট করুন।
- আপনার ভিডিওগুলির একটি লিস্ট আসবে। যে ভিডিওটিতে আপনি Blur প্রয়োগ করতে চান সেই ভিডিওটির ওপর সিলেক্ট করুন।
- বাঁ দিকের মেনু থেকে Editor সিলেক্ট করুন।
- তারপর Add Blur এর অপশানটিতে ক্লিক করুন।
- টিভি চ্যানেলের লোগোর জায়গায় Blur করার জন্যে Edit এর অপশানটি ক্লিক করুন।
- ভিডিওটি পজ করুন ( । । ) এই অপশানটিতে ক্লিক করে। আয়তক্ষেত্রাকার বাক্সটিকে মাউসের সাহায্যে সিলেক্ট করে টেনে টিভি চ্যানেলের লোগোর ওপর নিয়ে যান।
- Done এ ক্লিক করুন।
- তারপর Save করে নিন।®®
ব্যস। আপনি আর কপিরাইট পাবেন না। নিশ্চিত।
এই পন্থাটি সাহায্য করে থাকলে আপভোট করুন অথবা কমেন্ট করে জানান। কোনও সমস্যা হলেও জানান।