প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে আমার নিকট থেকে উত্তর জানার জন্য ।
এখন আপনার প্রশ্নে আসি, আসলে আপনি চাচ্ছেন অন্য কারো ভিডিও নিজের করে ব্যবহার করতে যাতে কোন কপিরাইট ক্লেইম না আসে।
কিন্তু এটা মোটামুটি অসম্ভব একটা কাজ, কিছু অসদ উপায় অবলম্বন করে আপনি ক্ষনিকের জন্য ভিডিও কপিরাইট ফ্রি করতে পারবেন কিন্তু কিছুদিন এভাবে চলতে থাকলে একসময় আপনার চ্যানেল হাওয়া হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না।
তবে এগুলো করতে আপনাকে কিছু টুলস ব্যবহার করতে হবে, অনেক ধরনের কোডিং ফাইল পাওয়া যায়, সেগুলো দিয়ে অন্যের ভিডিও কনভার্ট করলে সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কিছুটা পাল্টে যায় তার জন্য কপিরাইট ক্লেইম আসে না। তবে সেটা স্থায়ী না।
আর একটা পদ্ধতি ব্যবহার করতে পারবেন সেটা হলো কন্টেন্ট আইডি ব্যবহার করে আপনি কপিরাইট ভিডিও আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যাদের থেকে কন্টেন্ট আইডি নিবেন তাদেরকে আপনি পে করে আইডি ব্যবহার করতে পারবেন এবং রেভিনিউ সেয়ার করে ইনকাম করতে পারবেন।
এই পদ্ধতিতে আপনি বড় বড় প্রোডাকশন কোম্পানির কপিরাইট ভিডিও ব্যবহার করে আয় করতে পারবেন।
কিন্তু আমি এগুলো সাজেস্ট করি না,,,,, নিজে যতটুকু জানেন সেটুকু নিয়েই কন্টেন্ট তৈরি করুন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন ।
আশাকরি আপনি বুঝতে পেরেছেন।
ভালো লাগলে একটা আপভোট দিয়ে উৎসাহিত করতে ভুলবেন না।