★★★এমন কোনো মহান মানব পৃথিবীতে বিরাজ করেননি যিনি কিছুটা পাগলামোর ছোয়া পাননি।
পাগল হওয়ার পরও তুমি কোনো একটি শব্দ উচ্চারণের আগে ভাবো। কেননা তুমি যা বলো তা শুধু ক্ষমা করা যায় ভুলে যাওয়া যায় না।
আমি যদি তোমার কোনো বিষয় নিয়ে পাগল হয়ে যাই, তাহলে মনে রেখো তখনও তোমার যত্ন করি। তবে যখন করব না তখন ভাববে আমি আর...........…..... করি না।৷